আজ শেষের দিনে
আজ শেষের দিনে ---- দেবনন্দন ব্যানার্জী সময় খসছে একটু-একটু করে ঝরা পাতার মতো, আমিও ফুরচ্ছি ধীরে-ধীরে! অঙ্গীকার আর শপথগুলো সারি-সারি দাঁড়িয়ে--- স্তব্ধ নিষ্পলক অভিমানে। একটা গোটা নিরবিচ্ছিন্ন আমি, আলো থেকে বিছিন্ন হওয়ার প্রহর গুনছি! প্রত্যয় ডুকরে উঠছে, নিরাশার দু-ফোঁটা চোখের জলে। লড়াইটা এবার, শেষ হয়ে যাওয়ার পথে ---- -----------------------